সন্ধ্যার পর ঢাকায় দুই বাসে আগুন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,রোববার, ০৫ নভেম্বর ২০২৩ : বিএনপি-জামায়াতসহ বেশ কয়েকটি দলের দ্বিতীয় দফা ডাকা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) ঢাকায় দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বাংলামোটর এবং মিরপুরের বাঙলা কলেজের সামনে বাসে আগুন দেয়ার ঘটনা দুইটি ঘটে।

Advertisement

রাজধানীর মিরপুর রুটে চলাচলকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৈতালী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রোববার (০৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে মিরপুরের বাঙলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, দ্বিতল এই বাসটি ঢাবি শিক্ষার্থীদের নিয়মিত ট্রিপ দেয়।

বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা তিনি জানেন না। একই সঙ্গে তখন বাসে কেউ ছিল না বলেও জানান তিনি। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে এলে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

Advertisement

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, আমি খোঁজ নিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেয়ার ঘটনা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুসসালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাসুক মিয়া জানান, এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

অন্যদিকে, রাজধানীর বাংলামোটরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

Advertisement

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ২২ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।