ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ : রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এ বৈঠক শুরু হয় এবং দুপুর একটার কিছু আগে পিটার হাস বেরিয়ে যান।
Advertisement
এ বিষয়ে জানতে চাইলে ঢাকার যুক্তরাষ্ট্র দুতাবাসের মুখপাত্র চ্যানেল 24 কে এক ক্ষুদে বার্তায় জানান, কূটনীতিক হিসেবে বিভিন্ন ধরণের সংস্থা, প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং বেসরকারী সংস্থা, মিডিয়া যেকোন পেশাদার, ব্যবসায়ী নেতা, চেম্বার অফ কমার্স, রাজনৈতিক দল, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়, সরকারী কর্মকর্তা, সাংস্কৃতিক অবদানকারী, শিক্ষাবিদ এবং আরো অনেক ধরনের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে আলাপ করে থাকে মার্কিনিরা। যার মূল কারণ বাংলাদেশকে আরও ভালভাবে বোঝা এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করা।
তবে পররাষ্ট্র সচিবের কাছ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য মেলেনি।
Advertisement
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘাতের পর থেকে দেশে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতির অবসান এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের গ্রহণযোগ্য পথ খুঁজতে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
গত মঙ্গলবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপ আয়োজনের আহ্বান জানান।
এছাড়াও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক গত তিনদিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।