কাকরাইল-নয়াপল্টনে সংঘর্ষ, রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ : রাজধানীর কাকরাইল ও এর আশেপাশে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। হামলা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনেও। বিএনপি’র মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) দুপুর একটার দিকে এই উত্তেজনা শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়লে, পুলিশও তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে।

Advertisement

এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের গেটে ভাংচুর করে। কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষোভকারীরা। এছাড়া কাকরাইল মসজিদের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের বহনকারী একটি বাস ও দু’টি পিকআপ ভ্যানে হামলা হয় বলে অভিযোগ করা হয়।

Advertisement

দফায় দফায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের এই ধাওয়া-পাল্টা ধাওয়া মিন্টো রোড, হেয়ার রোড, কাকরাইল মসজিদ মোড়, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়সহ আশেপাশের এলাকায় চলে।

এদিকে, মহাসমাবেশে বাধা দেওয়ার অভিযোগে রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। ইতোমধ্যে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা থেকে বিএনপির নেতা কর্মীরা চলে যেতে শুরু করেছেন।

Advertisement

 

এর আগে সরকার পতনের এক দফা দাবি নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে জড়ো হয় দলের নেতা-কর্মীরা। যদিও মহাসমাবেশ শুরুর নির্ধারিত সময় ছিল দুপুর দুইটা। দলীয় কার্যালয়ের সামনে নয়টি বড় ট্রাক পাশাপাশি রেখে মঞ্চ তৈরি করা হয়। সরকার হটানোর আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ সমাবেশের ডাক দেয় বিএনপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেঁধে দেওয়া সীমানা পেরিয়ে শান্তিনগর মোড় থেকে কাকরাইল, আরামবাগ পুলিশ বক্স থেকে ফকিরেরপুল পর্যন্ত সড়কে নেতাকর্মীরা আগেই অবস্থান নিয়েছিলেন। নয়াপল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরপরই সমাবেশ স্থগিতের ঘোষণা দেয় বিএনপি।