ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ : ২৮ অক্টোবর শনিবার, রাজপথে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে চায় আওয়ামী লীগ। বিএনপি সহিংসতা করলে পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীনরা। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ ছাড়াও দলটির নেতা-কর্মীরা পাহারায় থাকবেন রাজধানী প্রবেশপথগুলোতে।
Advertisement
রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে ২৮ অক্টোবরের কর্মসূচী ঘিরে। ওইদিন, পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি। বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ; যেখানে কয়েক লাখ মানুষ জমায়েতের টার্গেট নিয়েছে দলটি।
Advertisement
নির্বাচনের আগে রাজপথে কোন ছাড় দিতে চায় না আওয়ামী লীগ। তাই সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মাথায় রেখেই নেতা-কর্মীদের প্রস্তুত করা হচ্ছে। ঢাকা ও আশপাশের জেলাগুলোতেও এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। ২৮ অক্টোবর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশের মূল মঞ্চ থাকবে। সদরঘাট থেকে জিরো পয়েন্ট, পুরো এলাকাজুড়ে দলের নেতা-কর্মীরা অবস্থান নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দায়িত্বে থাকবে ছাত্রলীগ।
Advertisement
২৮ অক্টোবর ভোর থেকে রাজপথ দখল নিয়ে, লাগাতর অবস্থান কর্মসূচী দিতে পারে বিএনপি, এমন শঙ্কা রয়েছে। যা মোকাবেলায় ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বাড়তি নজদারিতে থাকবে আওয়ামী লীগ। যারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগীতা করবেন। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের শান্তি সমাবেশে ঢাকাসহ আশপাশের জেলার নেতাকর্মীরাও যোগ দেবেন।