ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ : সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Advertisement\
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অনেককে ফিলিস্তিনির পতাকা হাতে দেখা গেছে।
শুক্রবারের এ সমাবেশ থেকে অবিলম্বে আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
গোপালগঞ্জ: জুমার নামাজ শেষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় চত্বরে কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতি ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।
সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, কোটালীপাড়া উলামা কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মাসুদুর রহমান, কুরপালা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শামিম, মাওলানা রফিকুল ইসলাম কাসেমী, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইলিয়াছ হোসাইন ও ক্বারি বশির বিন সামসুদ্দিন বক্তব্য দেন।
পরে সমাবেশ থেকে ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা বন্ধসহ ১০ দফা দাবি ঘোষণা করেন নেতারা।
ফরিদপুর: ফরিদপুর জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মুজিব সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি স্থানীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য দেন ফরিদপুর জেলা ইমাম কল্যাণ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা মনসুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাহমুদ হাসান ফায়েক, সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা কবির আহাম্মদ, সদস্য মাওলানা আবু বক্কর সিদ্দিক, সহসাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, উপদেষ্টা ও শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি কামরুজ্জামান।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
রাঙামাটি: গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিলের খবর পাওয়া গেছে।
জুমার নামাজ শেষে শহরের ফিসারি ঘাট ও কালেক্টরেট মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
Advertisement
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, নেতা আলাউদ্দিন রাফি, এম এস শফি ও ইমাম হোসেন।
জসিম উদ্দিন বলেন, “যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে মানবতার কথা ফেরি করে বেড়ায়; আজ তারা ফিলিস্তিনি মানুষের ওপর হত্যা সমর্থন করে কীভাবে? জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে সর্মথন দিয়ে যাচ্ছে।
“ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।”
একই সময় বনরূপায় মসজিদ সংলগ্ন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।
এতে জেলা কমিটির সভাপতি সুফি আলম আল কাদেরী, যুগ্ম সম্পাদক আক্তার হোসনে চৌধুরী, বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন ও কলেজ গেইট জামে মসজিদ খতিব মাওলানা সুলতান মাহমুদ বক্তব্য দেন।
Advertisement
এ ছাড়া শহরের তবলছড়িতে ওমালা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। একই সময় ফিলিস্তিনি জনতার সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।