ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কুষ্টিয়া প্রতিনিধি,সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ : নারীদের আয়োজনে ৩৩ বছর ধরে কুষ্টিয়ায় হচ্ছে দুর্গাপূজা। অর্থ সংগ্রহ থেকে মণ্ডপ পরিচালনার সব কাজই করে থাকেন এক দল নারী। দুর্গাপূজার মূল মন্ত্রই হলো– মাতৃশক্তি তথা নারী শক্তির আরাধনা।
Advertisement
এই মন্ত্রে উজ্জীবিত হয়ে টানা ৩৩ বছর ধরে কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় দুর্গাপূজার আয়োজন করে আসছেন একদল নারী। এই মণ্ডপটির ইতিহাস বেশ পুরনো।
Advertisement
এক সময় নারী-পুরুষ সম্মিলিতভাবেই এখানে পূজার আয়োজন করতেন। তুচ্ছ ঘটনায় একপক্ষ আয়োজক কমিটি থেকে বেরিয়ে গেলে বন্ধ হয়ে যায় পূজা। পরে বৌ-ঝিরা মিলে পূজা আয়োজনের দায়িত্বভার নেন।
Advertisement
এভাবে দীর্ঘ ৩৩ বছর ধরে ’আমরা পুজারি গোষ্ঠি’ সংগঠনের ব্যানারে নিজেদের টাকায় তারা সফলভাবে দুর্গাপূজার আয়োজন করে আসছেন। এমন উদ্যোগ এবং বংশ পরম্পরায় ধরে রাখাকে দৃষ্টান্ত মানছেন সবাই। শুধু নারীদের আয়োজনে পূজা উৎসবে যোগ দিতে আসেন ভিনদেশিরাও। ঢাকের বোল, শঙ্খ আর উলুধ্বনিতে মুখরিত মণ্ডপ। যেন নারী শক্তিরই জয়ধ্বনি।