কুমিল্লা-২: আওয়ামী লীগ-বিএনপিতে প্রার্থিতার লড়াই তুঙ্গে(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি), কুমিল্লা প্রতিনিধি,সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ :পুনর্বিন্যাসের পর এখন হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন। এর পরেও ভোটাররা বলছেন মূল লড়াই সীমাবদ্ধ থাকবে আওয়ামী লীগ ও বিএনপিতে। কিন্তু সব দলের মধ্যেই অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। যারা কোন্দল মেটাতে পারবেন তারাই লাভবান হবেন।

Advertisement

আওয়ামী লীগ-বিএনপিতে প্রার্থিতার লড়াই এখন তুঙ্গে। প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী হিসেবে নতুন-পুরোনো একাধিক মুখ আলোচনায় আসছে। বিভিন্নভাবে প্রচার-প্রচারণায় তারা নিজেদের উপস্থিতির জানানও দিচ্ছেন। আর জাপা-জামায়াতসহ অন্য দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

চলতি বছরের গত ১ জুন নির্বাচন কমিশন কর্তৃক কুমিল্লা-১ ও কুমিল্লা-২ সংসদীয় আসন দুটি পুনর্বিন্যাস করা হয়। দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে পূর্বের কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে কেটে হোমনার সঙ্গে জুড়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনটি পুনর্বিন্যাস করা হয়।

এ আসনের বর্তমান সংসদ সদস্য উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক চেয়ারপারসন এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান সিআইপি সেলিমা আহমাদ। তিনি নির্বাচিত হয়ে হোমনা ও তিতাসে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

vote1

রাজনৈতিক হানাহানি বন্ধে ভূমিকা রেখেছেন। মানুষের নিরাপত্তা বিধানেও অনেক পদক্ষেপ নিয়েছেন। এতে তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। হোমনা ও তিতাস উপজেলায় আগের তুলনায় রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড নির্মূলে সক্ষম হয়েছেন সেলিমা এমপি।

সামনের দ্বাদশ সংসদ নির্বাচনেও সেলিমা আহমদে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। তিনি বলেন, এখন মানুষের ভাত কাপড়ের অভাব নেই, তারা চায় নিরাপত্তা। সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ জীবনযাপন। আমি ইনশাল্লাহ সে লক্ষ্য অর্জনেই কাজ করে যাচ্ছি।

সেলিমা আহমাদের পাশাপাশি পুরোনো প্রার্থী হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, নতুন মুখ আলী আহমেদ, মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম দলীয় মনোনয়ন পেতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ আসনে বর্তমান সরকারের তিন মেয়াদে মহাজোট প্রার্থী হিসেবে একবার জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও এখন দৃশ্যপট ভিন্ন। আসন পুনর্বিন্যাসের পর এখন পর্যন্ত জাপা নেতাকর্মীদের সক্রিয়তা সেভাবে নজরে আসছে না। টানা তিন মেয়াদে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনায় রয়েছে।

Advertisement

এ সময়ে কুমিল্লা-২ আসনে একবার বিএনপি, একবার জাতীয় পার্টি এবং বর্তমানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য রয়েছেন। এর আগে সাবেক কেবিনেট সচিব এবং মন্ত্রী এমকে আনোয়ার পাঁচবার সংসদ সদস্য ছিলেন। তার সময়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়নের ফলে আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি।

vote2

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে বিরাট ব্যবধানে পরাজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবারও কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এবং কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে মনোনয়ন চাইতে পারেন।

তবে এ আসনে এখনও নতুন মুখ হিসেবে বিএনপি সমর্থিত অনেকেই সাবেক মন্ত্রী এমকে আনোয়ারের ছেলে মাহমুদ আনোয়ার কাইজারকে চান। আরেক নতুন মুখ সাবেক ইঞ্জিনিয়ার আবদুল মতিন খান কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে বিএনপির টিকেটে নির্বাচন করার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

মতিন খান বলেন, সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এমকে আনোয়ার তার জীবদ্দশায় এ আসনে আমাকে হাল ধরার কথা বলেছিলেন। এখন ওনার পরিবার এবং স্যারের বড় সন্তান মাহমুদ আনোয়ার কাইজার ভাইও আমাকে সমর্থন করছেন। সততা ও নিষ্ঠা আমার একমাত্র শক্তি।

Advertisement

এ আসনে ২০১৪ সালের নির্বাচনে মহাজোটের হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী আমির হোসেন। এবার একক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

vote3

১টি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন পরিষদের হোমনা উপজেলা ও ৮টি ইউনিয়ন পরিষদের মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসন নতুন করে পুনর্বিন্যাস করা হয়। এ আসনে হোমনার ভোটার সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ১৬ জন এবং মেঘনায় রয়েছে ১ লাখ ৪ হাজার; অর্থাৎ মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ১৬ জন।