সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে

SHARE

5031সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামোর বিন্যাস করা হবে। শনিবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন, কর্নেল কমান্ড্যান্ট অভিষেক ও নবম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঘন কুয়াশার কারণে নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ই বি আর সি প্যারেড গ্রাউন্ডে পৌঁছলে রেজিমেন্টের সুসজ্জিত দল তাকে অভিবাদন জানায়। এসময় অতিথিদের মধ্যে তিন বাহিনী প্রধান, মন্ত্রীবর্গ, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম টাইগার্স পুনর্মিলনীর মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গণি, রেজিমেন্টের পথিকৃত জেনারেল এম এ জি ওসমানীসহ যাদের ত্যাগ ও পরিশ্রমে রেজিমেন্ট গড়ে উঠেছে তাদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।