ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ : যানজটের স্থবিরতায় শহর যেনো এক ঘুম নগরী। কর্মব্যস্ত হাতঘড়িতে সময়ের এমন স্থিরতা যেনো অচল করে দিচ্ছে মানুষের সচলতাকে। ভোগান্তির নাভিশ্বাসে যেখানে চিড়েচ্যাপ্টা হচ্ছে সময় অর্থনৈতিক ক্ষতির অংকটাও নেহাৎ কম নয়। ভারসাম্যও হারাচ্ছে মানসিক স্বাস্থ্য।
Advertisement
গাড়ির দীর্ঘ সারিতে নিত্যদিনের এমন দীর্ঘ ভোগান্তিতে যেন বাঁধ সাধেন রাজনীতির মানুষেরা। হরহামেশাই রাজপথের সভা-সমাবেশগুলো নগরবাসীকে ফেলে দেয় দুর্ভোগ-বিড়ম্বনায়। পথ জুড়ে সমাবেশের এমন আবেশে।
Advertisement
সাধারণের কাছে জনসভা অনেকটাই তাই জনদুর্ভোগের মতোই। যেখানে সময় থেমে থাকে না, শুধু থেমে থাকে বাকি সবকিছু।
এরপর আরও আছে অপেক্ষারা অতিষ্ঠ হলে বাঁধে আরেক বিপত্তি। সমাবেশ ছেড়ে যানজট তখন পা বাড়ায় অন্য পথে। কেননা গন্তব্যে পৌঁছুতে উল্টোপথের উলাট পূরাণ গল্প।
Advertisement
সংশ্লিষ্টদের মতে রাজনৈতিক কর্মসূচি যদি কর্মক্ষমতাকেই আটকে রাখে তবে উন্নয়ন হয়ে ওঠে প্রশ্নের সম্মুখীন। বাতলে দিলেন সমাধানও। বললেন, সভা হোক মহাসড়ক এড়িয়ে যেকোনো ছুটির দিন।
যানজটের সঙ্গে রাজধানীর সখ্যতা পুরোনো হলেও যানজটের সঙ্গে যাপিত জীবনের গোলকধাঁধা আর চান না সাধারণ মানুষ। চান না জনজোটেরও ভোগান্তি। সাধারণের এমন আকুতি পৌঁছে যাক দায়িত্বশীলদের কান অবধি।