ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ : এক সময় ছিল ছিনতাইকারীদের আস্তানা। সেখানকার দেয়ালজুড়ে এখন শোভা পাচ্ছে খ্যাতিমানদের ছবি। দেশের বিভিন্ন অঙ্গনের ৫৬ তারকার এই ডুকো পেইন্ট স্থাপন করা হয়েছে বন্দরনগরীর জামালখানে। যার নাম ‘কিংবদন্তি’। এসব ছবি বেশ নজর কাড়ছে পথচারীদের। নতুন প্রজন্মকে খ্যাতিমানদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন উদ্যোগ।
Advertisement
তাদের হয়ত কেউ দেখেছেন রূপালি পর্দায়, কেউ খেলার মাঠে কিংবা সুরের ঝংকারে আলো ঝলমলে মঞ্চে। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকে তারা খ্যাতিমান। দর্শক-শ্রোতার হৃদয় কাঁপানো এসব তারকা এখন স্থিরচিত্র হয়ে নেমে এসেছেন দেয়ালের ক্যানভাসে।
ক্রীড়া, সঙ্গীত, চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি তারকাদের হাতে আঁকা এসব ছবি স্থাপন করা হয়েছে বন্দরনগরীর জামালখানে সড়কের পাশে দেয়ালে। যার নাম কিংবদন্তি। যেখানে এক সময় ছিল ছিনতাইকারীদের আস্তানা। সেই এলাকা এখন আলোকিত ৫৬ কিংবদিন্তর এই ডুকো পেইন্টের আলোয়।
চট্টগ্রামের জামালখানের ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, এখানে প্রায় ৫৬টি ছবির মধ্যে ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, চলচ্চিত্র শিল্পী, কন্ঠশিল্পী এদেরকে এনে নতুন প্রজন্মের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের যে পাশ্চাত্যের সঙ্গীত, পাশ্চাত্যের যে কালচার এটি আমরা রপ্ত করব, এটিতে সমস্যা নেই। কিন্তু আমাদের কৃষ্টি, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি ভুলে গেলে চলবে না।
বন্দরনগরীতে প্রথমবারের মতো স্থাপিত এই ডুকো পেইন্ট যেন চেহারাই পাল্টে দিয়েছে পুরো এলাকার। যা নজর কাড়ছে পথ চলতি মানুষের। কেউ কেউ কিংবদন্তিদের চেনাতে নিয়ে আসছেন নিজের সন্তানকে।
Advertisement
একজন অভিভাবক বলেন, এ ছবিগুলো দেয়াতে যাওয়া আসার পথে বাচ্চাদের শেখাতে পারছি কে শিল্পী, কে কবি। আরেকজন বলেন, আমি বাচ্চা নিয়ে আসলাম এদিকে বিভিন্ন কবি সাহিত্যিকদের সঙ্গে পরিচয় করাতে।
মাত্র কয়েক মিটারের মধ্যে এক পলকেই মিলছে কাঙ্খিত সব প্রিয় মুখ। রয়েছে তাদের সম্পর্কে তথ্যও। তাই দেখে আপ্লুত নতুন প্রজন্ম।
একজন স্কুলছাত্রী বলেন, আমি আমার মাকে দেখাচ্ছি আমি আগে থেকেই চিনতাম। আরেকজন বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে যদি এমন করা হয় তাহলে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা আছে ওরা এদের সম্পর্কে জানতে পারবে।
Advertisement
প্রণব সরকার নামে একজন চিত্রকর এঁকেছেন এসব ছবি। যা বসানো হয়েছে গেল মঙ্গলবার।