ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ০৯ অক্টোবর ২০২৩ : রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
স্থানীয়দের ধারনা, চার তলা ভবনটির নিচতলায় গোডাউনে আগুন লাগে। পরে পুরো ভবন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে এসএ পরিবহনে আগুন লাগার খবর আসে। ১০টা ১৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে ১০টি ইউনিট কাজ করে। পরে সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
Advertisement
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীতে এসএ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনে আগুন লেগেছে। চার তলা ওই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০ ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ১০টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের প্রথম ইউনিটটি পৌঁছায় ১০টা ১৫ মিনিটে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।