ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, রোববার,০৮ অক্টোবর ২০২৩ : আর এক দিনের অপেক্ষা। প্রধানমন্ত্রী ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দিয়ে উদ্বোধন করবেন পদ্মা সেতুর রেল প্রকল্পের ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশ। ১০ অক্টোবরের সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে চলছে জোর প্রস্তুতি।
Advertisement
চলতি মাসেই কয়েকটি মেগা প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে রয়েছে, পদ্মা সেতু প্রকল্পের ১৭২ কিলোমিটার রেললাইনের প্রথম অংশে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন। ১০ অক্টোবর, সকাল ১০টায় মাওয়া স্টেশন প্রান্তে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী, তারপর ট্রেনে ৪০ কিলোমিটার পথ পেরিয়ে ফরিদপুরের ভাঙ্গা প্রান্তে যাবেন। সেখানেও একটি জনসভায় অংশ নেবেন তিনি।
Advertisement
বাংলাদেশের এগিয়ে চলার পথে পদ্মা সেতু প্রকল্প গৌরবোজ্জ্বল এক মাইলফলক। এক নতুন যুগের সূচনা। পূর্ণতার পথে এই বিশাল কর্মযজ্ঞ। এই মেগাপ্রকল্পে কর্মরত সকল কর্মীই গর্ববোধ করেন, ইতিহাসের অংশ হতে পেরে। যখন একটু একটু করে দৃশ্যমান হয়ে উঠেছে স্বপ্নের পদ্মা সেতু। প্রত্যাশা মতো সংযুক্ত হয়েছে রেলপথ। নির্মাণের সেই গল্প প্রতিনিয়ত দেশবাসীকে জানিয়েছেন সাংবাদ কর্মীরা। তারাও আজ আনন্দিত।
Advertisement
মাওয়া-ভাঙ্গা প্রান্তের ৯৫ ভাগ কাজ শেষ। দ্রুতগতিতে চলছে নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনের কাজ। পদ্মা রেল প্রকল্পের দ্বিতীয় অংশে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৯০ কিলোমিটার রেলপথ নির্মাণের কাজও ৮০ ভাগ সম্পন্ন। উদ্বোধন হবে ২০২৪ সালের জুনে।