প্রধানমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা ট্রেনে পাথর নিক্ষেপ, কিশোর আটক

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঈশ্বরদী প্রতিনিধি,৭ অক্টোবর ২০২৩ : আগামী মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার উদ্বোধন করবেন। এখন চলছে বিশেষ সেই ট্রেনটির ট্রায়াল। আর সেই ট্রেনেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাথর নিক্ষেপের অভিযোগ রাতুল শেখ (১৩) নামের এক কিশোরকে আটক করেছে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ।

Advertisement

শনিবার (৭ অক্টোবর) সকালে তাকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু।

আটক রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

Advertisement

পুলিশ জানায়, পদ্মা সেতুর উদ্বোধনের ট্রায়াল ট্রেনটি ঈশ্বরদী থেকে আসার সময় শুক্রবার (৬ অক্টোবর) সকালে পাংশার কালিকাপুরে পৌঁছালে সেখানে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। পরে ওই কিশোরকে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়।

Advertisement

উল্লেখ্য, শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে প্রথম দিনে বিশেষ এ ট্রেনটি ফরিদপুর রেলস্টেশন অতিক্রম করে। পরে ট্রেনটি ফরিদপুরের ভাঙা জংশন হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া প্রান্তে গিয়ে পৌঁছায়।