ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,৭ অক্টোবর ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো কথা বলেনি।
Advertisement
শুক্রবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানা দিক তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সব মিথ্যা বলে, তাদের কথা দেশের মানুষ কানে তুলবে না। তবে আন্দোলনের নামে বিএনপি সাধারণ মানুষের কোেনা ক্ষতি করলে ছাড় দেয়া হবে না বলেও জানান প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সন্দেহ প্রকাশ করে করে বলেন, যখন দেশ উন্নয়নের পথে, তখন দেশে-বিদেশে নির্বাচন নিয়ে যারা এতো কথা বলছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা।
রিজার্ভের পারদ নামছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, তার আমলের বাইরে বিলিয়ন ডলারের নিচে ছিল রিজার্ভ। যুদ্ধকালীন বিশ্বে দাম দিয়ে কেনা পণ্যে মানুষের প্রয়োজন মেটাচ্ছে সরকার।
Advertisement
এক মাসের কম সময়ে নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার কথা। প্রার্থী বাছাই হবে যোগ্যতা, মানুষের আস্থা আর এলাকায় কর্মকান্ডের আমলনামায়। এই মন্তব্য করে আওয়ামী লীগ প্রধান বলেন, বিএনপির আন্দোলনে দল চাঙ্গা হচ্ছে, আর মনোনয়ন পেতে এলাকায় মন দিচ্ছেন নেতারা। আর কিছু মানুষ বিএনপির কর্মসূচিতে গিয়ে খরচের টাকা পাচ্ছে যার সব ইতিবাচক।
মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার দেশের ১৫৮ জন নিরাপত্তা কর্মী আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের নিরাপত্তায় গানম্যানও দেওয়া হয়েছে, আর কী চাই?
এই সময় তিনি বলেন, ভোটের বিষয়ে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে কারোর কিছু শেখানোর নেই।
Advertisement
বিএনপির আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা তো বারবার তারিখ দিয়েই যাচ্ছে। এই তারিখে ফেলে দেবে, ওই তারিখে ফেলে দেবে। তারা আন্দোলন করুক। জনগণের জানমালের কোনো ক্ষতি যদি করা হয়, সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আমরা তাদের আন্দোলনে বাধা দিচ্ছি না। তারা আন্দোলন লোকসমাগম করছে। খুব ভালো কথা। এতকাল চুরি করে যা টাকা বানিয়ে ছিল আর যে টাকা মানি লন্ডারিং করে ছিল, সেগুলো ব্যবহার হচ্ছে। অন্তত মানুষের প্যাকেটে কিছু টাকা তো যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে বুধবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দেন। অধিবেশনের ফাঁকে অন্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ দেন।
তিনি ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ওয়াশিংটন ডিসি থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যান। লন্ডনে ৩০ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশিদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় যোগ দেন।
এছাড়া বাংলাদেশ ও রোহিঙ্গা বিষয়ে গঠিত এপিপিজি’র সভাপতি এবং যুক্তরাজ্যের বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) এক প্রতিনিধি দলসহ বেশ কয়েকজন বিশিষ্টজন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনা ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।