মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের এল পাসো এলাকার ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে। ছবি: সংগৃহীত
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ : ওয়াটার পার্কে গিয়ে মা ঘণ্টার পর ঘণ্টা মোবাইল ফোনে আত্মমগ্ন। সন্তান কোথায় কি করছে সেদিকে কোনো খেয়ালই নেই। ফল যা হওয়ার তাই হয়েছে। পানিতে ডুবে মারা গেছে তার তিন বছর বয়সী ছেলে শিশু।
Advertisement
পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে। একমাত্র সন্তানকে নিয়ে টেক্সাসের এল পাসো এলাকার ক্যাম্প কোহেন ওয়াটার পার্কে যান জেসিকা উইভার নামে ৩৫ বছর বয়সী এক মা।
এরপরই মোবাইল ফোনে মগ্ন হয়ে যান তিনি। অনেক সময় ধরে ফোনে গান শুনছিলেন। এদিকে তার কোলের শিশু অ্যান্থনি লিও মালাভে কখন ওয়াটার পার্কের পুলের পানিতে পড়ে মারা গেছে।
এ ঘটনায় বেখেয়াল ওই মাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে সন্তানের প্রতি অবহেলার অভিযোগ আনা হয়েছে। কয়েকজন প্রত্যক্ষদর্শীও এ ঘটনার জন্য তাকে দায়ী করেছেন। তারা বলেন, তার একগুয়েমি ও অমনোযোগিতার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে।
Advertisement
ঘটনার সময় ওই পার্কে ১৮ জন নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করছিলেন। তাদের মধ্যে একজন চার ফুট গভীর পুল থেকে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটির কোনো লাইফভেস্ট পরা ছিল না। যদিও ওয়াটার পার্কে অতিথিদের জন্য লাইফভেস্ট থাকে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ওয়াটার পার্কে শিশুর মা পুলের পাশেই বসে মোবাইল দেখছিলেন। কোনো দিকেই খেয়াল নেই তার। এভাবে অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে ফোনে মগ্ন ছিলেন তিনি। আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মোবাইলে গান বাজাচ্ছিলেন ও সেই গানের তালে তালে তিনি নিজেও গাচ্ছিলেন।
গত ৩০ শে আগস্ট উইভারকে তার নিজ শহর ইন্ডিয়ানা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে গত ২২ সেপ্টেম্বর এল পাসো কাউন্টি জেল হেফাজতে নেয়া হয়।
তবে এ ঘটনার জন্য উইভারের আইনজীবী ওয়াটার পার্কের নিরাপত্তারক্ষীদের দোষারোপ করেন। শেষ পর্যন্ত ১ লাখ ডলার জরিমানার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হয়েছে।