ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),পটুয়াখালীর বাউফল প্রতিনিধি, সোমবার, ০২ অক্টোবর ২০২৩ : আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।
Advertisement
শনিবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এমন দাবি জানিয়ে তিনি একটি স্ট্যাটাস দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। আবদুল মোতালেবের সেই পোস্টে বিএনপি নেতাকর্মীরা সমর্থন জানালেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আবদুল মোতালেব লিখেন, রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হউক।
এদিকে, সোমবার (২ অক্টোবর) সকালে আরেক স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা আখ্যায়িত করে দলের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় চিন্তায় আগের পোস্টটি করেছেন বলে উল্লেখ করেন।
Advertisement
তিনি লিখেন, শেখ হাসিনাকে আমি এবং দেশবাসী মানবতার মা হিসেবে জানে। সেই চিন্তা মাথায় রেখে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা বলেছি। আমি ভেবেছি, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠালে আমাদের নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, ফেসবুকে দেওয়া স্ট্যাটাস নিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পায়তারা করছে একটি কুচক্রী মহল।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, স্ট্যাটাসটি আমি নিজেই দিয়েছি। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠালে দলের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করি।
Advertisement
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন বলেন, আবদুল মোতালেব হাওলাদারকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তিনি এমন মন্তব্য করতে পারেন না। এটা দলের শৃঙ্খলা পরিপন্থী।
আবদুল মোতালেব হাওলাদার। ফাইল ফটো