আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে ঘর প্রদান

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নাসরিন সুলতানা সভাপতি আদর্শ_মেঘনা_সামাজিক_সংগঠন মেঘনা থেকে ,সোমবার, ০২ অক্টোবর ২০২৩ : আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে নিজস্ব অর্থায়নে কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদের চরের আগুনে পুড়ে যাওয়া গৃহহীন রিপন মিয়াকে ২২/০৯/২৩ তারিখ রোজ শুক্রবারে আনুষ্ঠানিকভাবে একটি চৌচালা ঘর উপহার দেয়া হলো…!

Advertisement

পাশাপাশি টিটিরচর গ্রামের ক্যানসারে আক্রান্ত রমজান মিয়াকে চিকিৎসার জন্য আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদ ২৫ হাজার টাকা নগদ প্রদান করেন । আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো ১৭ ই সেপ্টেম্বর । তবে বিপদ কখনো বলে কয়ে আসে না। এতটা চাপের ভিড়েও সামাজিক কাজ আগে শেষ করেছি । তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । সময়ের প্রতিকুলতার কাছে হেরে না গিয়ে নিদৃষ্ট সময় ঘর ও নগদ টাকা হস্তান্তরের পর প্রতিষ্ঠাবার্ষিকীর তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ই অক্টোবর ।

উল্লেখ্য, গত ২১শে জুলাই দিবাগত রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে রামপ্রসাদের চর গ্রামে একজন নিরীহ মানুষ মোঃ রিপন মিয়ার বসত ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলশ্রুতিতে দুর্দশাগ্রস্ত ব্যক্তির সার্বিক দিক বিবেচনা করে ঘর উপহার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মন্ডলী ও প্রেসিডিয়াম সদস্য, কার্যনির্বাহি সদস্য ও পরিচালকদের জরুরী জুম মিটিংয়ে সিদ্ধান্ত হয় সংগঠনের পক্ষ থেকে সদস্যগনের নিজস্ব অর্থায়নে একটা চৌচালা ঘর নির্মান করে রিপন মিয়া ভাইকে উপহার দেয়া হবে। সেই মোতাবেক প্রায় দেড় মাসের মধ্যে ঘর নির্মান করে আজ ২২ শে সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শুক্রবার রিপন মিয়া ভাইকে ঘর বুঝিয়ে দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে আনুমানিক ভাবে দোয়া ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ মাননীয় উপদেষ্টা মন্ডলী…….

Advertisement

আইনজীবী জয়নুল আবেদীন কথাসাহিত্যিক,ও কলামিস্ট
বীর মুক্তিযোদ্ধা আ স ম শিবলী রেজা। সাবেক ব্যাংক কর্মকর্তা ।
স্কোয়াড্রন লিডার কিবরিয়া আব্বাসী (অবঃ)। চিফ সিকিউরিটি অফিসার আই ইউ টি।

প্রতিষ্ঠাতা সদস্য – সবুজ তালুকদার।
প্রেসিডিয়াম সদস্য থেকে উপস্থিত ছিলেন – সাইফ উদ্দিন রতন।

শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন… আরো

আমিন উদ্দিন সরকার সাবেক ব্যাংক কর্মকর্তা ।
শামসুদ্দিন আহমেদ। মনিটরিং অফিসার (অবঃ) (জেলা প্রাথমিক শিক্ষা অফিস)
ইমাম হোসেন উচ্চমান সহকারি
(প্রাথমিক শিক্ষা অধিদপ্তর)
আবু ইউসুফ কবি ।
আবুল হোসেন। মেঘনা পাবলিকেশন। এই সংগঠনকে সাথে ছিলেন

পারিবারিক কর্মব্যস্ততার কারণে সাথে ছিলেন না আমাদের অন্যতম উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুল মোমেন ড. আবুল হাসেম ভুঁইয়া ও ডাক্তার মুজিবুর রহমান পাশাপাশি সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে সময় অর্থ ও পরামর্শ দিয়ে সাথে ছিলেন…. সহযোগিতা করেন। আরো সহযোগিতা করেন উপদেষ্টা জনাব জিল্লুর রহমান শাহীন স্যার ও মিয়া মোহাম্মদ দাউদ স্যার।

এছাড়াও সুদূর প্রবাস থেকে আমাদের সাথে সময় ও বুদ্ধি দিয়ে সাথে ছিলেন প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর আলম, সৈয়দা শাহনাজ আক্তার, মিজান ভুঁইয়া (সবুজ) জনাব খবিরুজ্জামান( সবুজ) মৃধা – প্রতিষ্ঠাতা পরিচালক ও মোহাম্মদ সুমন – প্রতিষ্ঠাতা সদস্য।
সহ বিভিন্ন পদের সদস্যরা ।
উক্ত অনুষ্ঠানে কার্যনির্বাহি সদস্য থেকে উপস্থিত ছিলেন
নাসরিন সুলতানা সভাপতি
নাছিমা আক্তার, সহ সভাপতি
ফারুক হোসেন- সহ সভাপতি
আব্দুল গাফফার-সাধারণ সম্পাদক
ফরহাদ হোসেন রনি- অর্থ বিষয়ক সম্পাদক,
মোহাম্মদ হেলান উদ্দিন- সাংগঠানিক সম্পাদক,
ইফতেখার শিমুল -দপ্তর সম্পাদক,
আসাদুজ্জামান সিহাব- সহ সাংগঠনিক সম্পাদক প্রমুখ।
সহ আরও উপস্থিত ছিলেন গ্রামের মেম্বারসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে জনাব, রিপন মিয়াকে ঘরটি আদর্শ মেঘনা সামাজিক সংগঠন পরিবারের পক্ষ থেকে বুঝিয়ে দেয়া হয়।

Advertisement