ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,সোমবার, ০২ অক্টোবর ২০২৩ : পরিবার চাইলে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চাইতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সোমবার (২ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
Advertisement
দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানান, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেবেন তারা। খালেদা জিয়ার জীবন-মৃত্যুর দায় কেন নিচ্ছে সরকার, সেই প্রশ্নও তুলেন তিনি।
Advertisement
জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়া এখন নির্বাহী আদেশের যে অবস্থায় আছেন, তাতে করে আদালতে যাওয়ারও সুযোগ নেই। আমরা সরকারকে বলেছি আপনারা আরও মানবিক হন। মানবিক হয়ে বেগম খালেদা জিয়ার জীবনকে বাঁচান।
Advertisement
এর আগে, রোববার বেগম জিয়ার বিদেশে চিকিৎসা চেয়ে করা পরিবারের আবেদন নাকোচ দেন আইনমন্ত্রণালয়। আইনমন্ত্রী বলেন, ফৌজদারী কার্যবিধির যে ক্ষমতা বলে বিএনপি নেত্রীর সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয়েছে সেই একই ক্ষমতা বলে তার বিদেশে চিকিৎসার আবেদন পূনর্বিবেচনার সুযোগ নেই