ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কক্সবাজারের টেকনাফ প্রতিনিধি ,বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ :কক্সবাজারের টেকনাফ থেকে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ ওরফে মুছাকে গ্রেপ্তার করেছে র্যাব। একইসঙ্গে আরসার আরেক সন্ত্রাসী এবং তাদের সহযোগী বাংলাদেশি দুইজনকেও গ্রেপ্তার করা হয়।
Advertisement
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকার পাহাড়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।
র্যাব জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
এদিকে অভিযান সংক্রান্ত বিষয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কক্সবাজারস্থ র্যাব এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
Advertisement