ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ : ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। এক কথাই সুপার হিট। তবে এবার সুপার হিট তকমা ছাড়িয়ে গেল দর্শক নন্দিত সিনেমাটি। মুক্তির পরেই হাউসফুল। ওটিটিতে ১৮ দিনেই ৫ কোটির বেশি মিনিট ‘প্রিয়তমা’ দেখেছে দর্শক।
Advertisement
মুক্তির পর ‘প্রিয়তমা’ আয়ের রেকর্ড যেমন ভেঙেছে তেমনি ওটিটিতে ইতিহাস গড়েছে। মুক্তির দুই মাসে বিশ্বব্যাপী ৪১ কোটির বেশি টাকা আয় করেছে সিনেমাটি।
গত ২২ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপ অ্যাপে ছবিটি মুক্তি দেয়া হয়।
Advertisement
১৮ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে ছবিটি দেখার সুযোগ পায় দর্শক।
বায়োস্কোপের তথ্যমতে জানা গেছে, বায়োস্কোপে মুক্তির মাত্র ৪০ ঘণ্টায় ১ কোটি, আর প্রথম ১৮ দিনেই ৫ কোটির বেশি মিনিট ‘প্রিয়তমা’ দেখেছে দর্শক, এটা দেশের ওটিটি ইতিহাসে মাইলফলক হিসেবেই দেখছে কর্তৃপক্ষ।
Advertisement
বায়স্কোপ আরও জানায়, বাংলা সিনেমার সর্বকালের ইতিহাস ছাড়িয়েছে ‘প্রিয়তমা’। মাত্র ১৮ দিনে ৫ কোটি+ স্ট্রিমিং পেয়ে ‘প্রিয়তমা’ এখন দেশে সবার শীর্ষে। তবে এখনও ছবিটি দেখার সুযোগ রয়েছে বলে জানা গেছে।
আরশাদ আদনানের প্রযোজনায় রোমান্টিক ঘরানার সিনেমা‘প্রিয়তমা’। ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। অভিনয় করেছেন ঢাকাই সুপারস্টার শাকিব খান, কলকাতার ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াত, এলিনা শাম্মী প্রমুখ।
ওটিটি’তে পাঁচ কোটি মিনিট ছাড়াল শাকিব খানের ‘প্রিয়তমা’। ছবি: সংগৃহীত