বিএনপির কর্মসূচি নিয়ে ভাবছে না আওয়ামী লীগ, লক্ষ্য সুষ্ঠু নির্বাচন (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ : সরকার পতনে বিএনপির কোনো কর্মসূচি নিয়ে ভাবছে না আওয়ামী লীগ। বরং সুষ্ঠু নির্বাচনের পক্ষে মানুষের আস্থা বাড়ানোই তাদের লক্ষ্য। রাজনীতির মাঠে থেকে নির্বাচনী পরিবেশ ঠিক রাখতে, ২৩ সেপ্টেম্বর থেকে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীনরা।

Advertisement

আওয়ামী লীগ বলছে, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। বিএনপি অংশ না নিলে, আর আহবান জানানো হবে না।

৪ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঈদে মিলাদুন্নবী আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে দুই দিনের ঘরোয়া অনুষ্ঠান বাদে সবগুলোই হবে রাজপথে। এদিকে বিএনপিসহ তাদের সাথে যুগপৎ আন্দোলনকারী দলগুলোও সরকার পতনের একদফা নিয়ে কর্মসূচি দিয়েছে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, গেলো ১৪ বছর ধরে অন্তত ১৯ বার সরকার পতনের একদফা আন্দোলনের কথা বলছে বিএনপি। কিন্তু অযৌক্তিক হওয়ায় কোনোবারই তাদের আন্দোলনে সাড়া দেয়নি মানুষ।তাই বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে। এবারো নেতাকর্মীদের হতাশা কাটাতে দলটি সরকার পতনের কথা বলছে। তাতে ভাবনা নেই আওয়ামী লীগের।

awami- 1আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, তারা কোনো কোথায় মানতে চায় না। কোনো বিষয়েই তাদের আস্থা নেই। না বাংলাদেশের প্রতি তাদের আস্থা আছে, না গণতন্ত্রের প্রতি তাদের আস্থা আছে। তারা অনেক কথা বলবে। তাতে বাংলাদেশের জনগণ তাদের সাথে থাকবে না, এ কারণেই এরা নির্বাচনে ভয় পায়।

awami-2আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ রাখা এবং দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা। স্থিতিশীল পরিবেশ রক্ষার স্বার্থেই আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচিগুলো ঘোষণা করছি।

Advertisement

ক্ষমতাসীনরা বলছে, আওয়ামী লীগের এখনকার সব কর্মসূচিই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের পরিবেশ তৈরি করতে। সংবিধান অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে, বিএনপি নির্বাচনে না এলেও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

awami- 3আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করা উচিত। প্রমাণ হোক যে, আওয়ামী লীগ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছে, না বিএনপির ভুল রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তারা যদি অন্যকোনো সমাধান খোঁজে এটি আমাদের পক্ষে সম্ভব নয়। অনুনয়-বিনয় করে নির্বাচনে আনার কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্ত তাদের নিতে হবে।

Advertisement

অক্টোবর হবে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাস। উদ্বোধনী অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে বড় সমাবেশের পরিকল্পনাও রয়েছে আওয়ামী লীগের।