ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি ,রোববার, ১০ সেপ্টেম্বর ২০২৩ : দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। এই দলের সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের রাজধানীর ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের।
Advertisement
প্রতিষ্ঠার পর থেকে নতুন নতুন জীবনমুখী গান উপহার দিয়ে আসছে দলটি। রোববার সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন ম্যাক্রোন। এরপর রাতে রাহুলের স্টুডিওতে যাবেন তিনি। এ বিষয়টি জানিয়েছেন রাহুল আনন্দ নিজেই। তিনি বলেন, ফ্রান্স দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বিষয়টি আমিও জেনেছি। তবে লিখিতভাবে জানানো হয়নি। কিন্তু আমি এবং আমার পরিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়ে রেখেছি।
Advertisement
রাহুল আনন্দ আরও বলেন, শুনেছি আমি যে ধরনের যন্ত্র নিয়ে সংগীত করি সেসব সম্পর্কে তিনি (ম্যাক্রোন) জানতে চান। পাশাপাশি আমাদের সংস্কৃতি সম্বন্ধে জানতে চান।
এছাড়া তিনি যদি আমাকে কোনো গান শোনাতে বলেন, শোনাব। বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব।
Advertisement
জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকায় নেমেই সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন ম্যাক্রোন। রাতে ডিনারে অংশ নেবেন। ডিনারের আগে কিংবা পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে। এর পরদিন সোমবার সকাল ৮টায় ধানমন্ডি লেকে হাঁটবেন ম্যাক্রোন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ম্যাক্রোন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তার। সোমবারই ম্যাক্রোনের ঢাকা ত্যাগের কথা রয়েছে।