বরিশাল মেডিকেলে অধ্যক্ষের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি ,শনিবার, ২৬ আগস্ট ২০২৩ : শের-ই-বাংলা মেডিকেলে অধ্যক্ষের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা বরিশালের শের শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক ছাত্রীর র‌্যাগিংয়ের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী।

Advertisement

শনিবার দুপুরে সাংবাদিকদের ওপর আচমকা ওই হামলার নেতৃত্বে দেন শের-ই-বাংলা মেডিকেলের অধ্যক্ষ ফয়জুল বাশার। আর হামলায় সরাসরি অংশ নেন ক‌মিউনি‌টি মেডিসিন বিভাগের শিক্ষক ডা: সৈয়দ বাকী বিল্লাহ ও প্যাথলজি বিভাগের সহ‌যোগী অধ্যাপক ডা: প্রবীর কুমার সাহা।

বৃহস্পতিবার র‌্যাগিংয়ের শিকার হন শের-ই-বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী। এ ঘটনার  বিচার চাইতে ওই ছাত্রী ও তার মা শনিবার সকালে অধ্যক্ষের কাছে যান।

বিচার চাইতে গিয়ে ওই ছাত্রী গিয়ে সাংবাদিকদের কাছে যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা করা হয়।

Advertisement

শিক্ষক ডা: সৈয়দ বাকী বিল্লাহ ও ডা: প্রবীর কুমার সাহা সাংবাদিকদের প্রথমে চর থাপ্পড় মারেন। পরে সাংবাদিকদের চেয়ার দিয়ে পেটাতে শুরু করেন অধ্যক্ষ ফয়জুল বাশার ও দুই চিকিৎসক।

মারধরের পর সাংবাদিকদের বের করে দিয়ে র‌্যাগিংয়ের শিকার ওই ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ ও দুই চি‌কিৎসক।
সময় টেলিভিশনের রিপোর্টার শাকিল মাহমুদ, চিত্র সাংবাদিক সুমন হাসান, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রি‌পোর্টার কাওছার হো‌সেন রানা, চিত্র সাংবাদিক রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ফিরোজ মোস্তাফা ও চিত্র সাংবাদিক আজিম শরিফ প্রমুখ হামলার শিকার হন।

Advertisement

সময় টেলিভিশনের বরিশাল ব্যু‌রো রি‌পোর্টার শা‌কিল মাহামুদ বলেন, ভুক্ত‌ভোগীর সাক্ষাৎকার নেয়ার সময় হঠাৎ ক‌রেই ডা: বাকী ও ডা: প্রবীর আমা‌দের উপর হামলা চালায়। আমা‌দের ক্যামেরা ও ট্রাইপড ভাঙচুর করা হ‌য়ে‌ছে।