ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নেত্রকোনার কলমাকান্দা প্রতিনিধি ,বুধবার, ২৩ আগস্ট ২০২৩ : চারদিন ধরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ঘনিচা গ্রামের নেকবর আলী বসত বাড়ীতে নলকূপ পাইপ দিয়ে নির্গত হচ্ছে গ্যাস। আর এখন ওই গ্যাস দিয়ে ঘরের রান্নার কাজ চালাচ্ছেন গৃহিণী সাবিকুন নাহার ।
Advertisement
সে গ্রামে পূর্বে আরেকটি পরিত্যক্তা নলকূপ সেখান থেকেও গ্যাস বের হচ্ছে। নলকূপটি দেখতে উৎসুক জনতা প্রতিদিন ভিড় করছে ওই বাড়িতে।
জানা যায়, গত শনিবার (১৯ আগস্ট) নলকূপ দিয়ে পানি না আসায় মেরামতের জন্য এর মাথা খুললে সেখান থেকে আওয়াজ শুনতে পাওয়া যায়। পরে সেটির মেরামত কাজ বন্ধ করে দেওয়া হয়। কৌতূহলবশত সেখানে দেশলাই ঘষাই আগুন জ্বলতে শুরু করে। সে সময় থেকে আগুন বন্ধ হচ্ছে না। পরে নলকূপের নির্গত গ্যাসে রান্নার কাজ চালাচ্ছেন সাবিকুন নাহার। এছাড়া ওই বাড়ির দক্ষিণ পাশে জমিতে গত দুই বছর আগে আরেকটি নলকূপ স্থাপন করা হয়েছিল। সেখান থেকে পানি না ওঠায় পরিত্যক্ত অবস্থায় সেটি পড়ে ছিল। বাড়িতে নতুন স্থাপনকৃত নলকূপের এ ঘটনা হওয়ার পর পরিত্যক্ত নলকূপের মাথা খুললে সেখান দিয়েও গ্যাস বের হতে দেখা যায়।
Advertisement
সাবিকুন নাহারের স্বামী সাইকুল ইসলাম বলেন, চার বছর আগে তার বাবা নেকবর আলী ঢাকা থেকে এলাকায় এসে ২৬ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে ছোট পুকুরসহ বাড়ি ঘর তৈরি করে তারা নতুন করে বসবাস করছেন। প্রায় দুই বছর আগে বাড়ীর দক্ষিণ পাশে ৩০ ফুট গভীরতায় নলকূপ বসানো হয়। এর দুই মাস পর নলকূপে পানি ওঠে না। চলতি বছরের গত সাত মাস আগে পুনরায় বাড়ির পূর্ব-উত্তর পাশে ৩০ ফুট গভীরতায় নতুন করে আরেকটি অগভীর নলকূপ স্থাপন করেন। এটির পানি দিয়ে রান্না ও ব্যবহারসহ পানি পান করছিলেন তারা। পরে মেরামতকালে গ্যাসের শব্দ পেয়ে পরীক্ষার জন্য আগুন দেওয়া হলে সেখানে আগুন জ্বলে ওঠে। কৌতূহলবশত পরিত্যক্ত আগেরটিতে আগুন দিলে সেখানেও আগুন জ্বলে। গত পাঁচ দিন ধরে নলকূপের নির্গত গ্যাসে পরিবারের তিন বেলার রান্না চলছে।
এ বিষয়ে কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। যাতে কোন ধরণের দুর্ঘটনা না ঘটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।