চাকরি পেতে ইউনাইটেডকে মরিনহোর চিঠি!

SHARE

3051টানা ব্যর্থতায় চাকরি খুইয়েছেন চেলসির সবচেয়ে সফল কোচ হোসে মরিনহো। ওদিকে উপর্যুপরি পরাজয়ে বিপর্যস্ত আরেক ‘জায়ান্ট’ ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগ আউটেও বাজছে লুই ফন গালের বিদায়ের সুর। এমন অবস্থায় ব্রিটিশ পত্রিকা ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মরিনহো নাকি ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি পেতে ছয় পাতার একটা বিশাল আবেদনপত্র পাঠিয়েছেন ওল্ড ট্র্যাফোর্ডে।

ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের নীতি নির্ধারকদের উদ্দেশে লেখা ৬ পাতার এই আবেদনপত্রে ম্যানচেস্টার ইউনাইটেডকে এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বাতলেছেন মরিনহো। এর পাশাপাশি চাকরি পেলে ইউনাইটেডের নির্দিষ্ট নীতিমালার মেনে চলার ব্যাপারেও মরিনহো নাকি দায়বদ্ধতার কথা বলেছেন।

এর আগে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেবার পরও মরিনহো ইউনাইটেডের কোচ হবার আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু, মরিনহোর ফুটবলের ধরণটা আসলে ইউনাইটেডের সাথে যায় না, এরকম দাবি করেছিলেন ক্লাবের শীর্ষ অনেক কর্মকর্তাই।

এদিকে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। দলের পারফরম্যান্সে বিরক্ত ইউনাইটেড সমর্থকেরা আরও একবার দুয়ো দিয়ে জানিয়ে দিয়েছেন কোচ লুই ফন গালের ওপর তাদের বিরক্তি।