ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ : অনলাইনসহ সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার রুল শুনানির জন্য দিন ঠিক করতে মঙ্গলবার (৮ আগস্ট) হাইকোর্টে যান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামীপন্থী আইনজীবীরা।
Advertisement
শুনানির শুরুতেই হাইকোর্টের বিচারপতি. মো. খসরুজ্জামান জানতে চান তারেক রহমানকে তো নোটিশ দেয়া হয়নি কিভাবে এর শুনানি হবে। এসময় রিটকারি আইনজীবী কামরুল ইসলাম বলেন উনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এক পর্যায়ে আওয়ামীপন্থী এক আইনজীবী তারেক রহমানকে পলাতক বলার সঙ্গে সঙ্গেই এজলাসে হট্টগোল শুরু হয়। চলে বাকবিতণ্ডা।
পরে হাইকোর্ট বলেন, রুলস অনুযায়ী অবশ্যই নোটিশ দিতে হবে তারেক রহমানকে। তবে সেটা কোন প্রক্রিয়ায় তার উপায় খুঁজতে হবে।
Advertisement
বিকল্প পদ্ধতি বের করতে হবে। আদালত বলেন, এ বিষয়ে আদেশ দেয়া হবে বুধবার (৯ আগস্ট)।
এ সময় বিএনপির আইনজীবীদের উদ্দেশ্যে হাইকোর্ট বলেন আপনারা যেহেতু এ মামলার শুনানিতে এসেছেন এক অর্থে তো আপনারা নোটিশ পেয়ে গেছেন।
বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা ন্যায়বিচারের জন্য এখানে এসেছি। নোটিশ পেয়ে নয়।
Advertisement
২০১৫ সালে এক রিট আবেদনে গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করেন হাইকোর্ট। তবে সাম্প্রতিক সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীতে অনলাইনে বক্তব্য দেয়ায় ফের হাইকোর্টের আসেন রিটকারি নাসরিন সিদ্দিকা লিনা।