নায়করাজ রাজ্জাক তার ৭৫তম জন্মদিন উপলক্ষে নিজের নামে ওয়েবসাইট উপহার পেয়েছেন। ‘ANUN ICTM’ নায়করাজকে উপহার হিসেবে এই অফিসিয়াল ওয়েবসাইটটি তৈরি করে দিয়েছে। এখন থেকে ভক্তরা রাজ্জাকের সব আপডেট পাবেন www.nayakrajrazzak.com- সাইটে গিয়ে।
রাজ্জাকের ছোট ছেলে সম্রাট এই অভিনব উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘অনেকেই নায়করাজ সম্পর্কে তথ্য জানতে চান। তাই বাবার জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরাও প্রয়োজন বোধ করছিলাম। ভালোই হলো বাবা নিজেই তার ভক্তদের কাছ থেকে সেটি পেয়ে গেলেন। আমরা অনুণকে ধন্যবাদ জানাই এই সৌজন্যতার জন্য। এখন থেকে বাবার যে কোনও আপডেট এই ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে। আমি নিজেই এই সাইটের তথ্যের দিকে খেয়াল রাখবো।’
এদিকে অনুণ আইসিটিএম-এর পক্ষ থেকে প্রিন্স বলেন, ‘আমরা চাই নায়করাজ রাজ্জাককে নিয়ে যেন ভুল তথ্য না ছড়ায়। সেজন্য তার একটা অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছি। তার প্রতি ভালবাসা থেকেই আমাদের এই উপহার। ওয়েবসাইটটি এখন থেকে চালু হলেও জন্মদিনের পরে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।’