ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আইন আদালত প্রতিনিধি,সোমবার, ০৭ আগস্ট ২০২৩ : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
Advertisement
Advertisement
এর আগে গতকাল (রোববার) রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি বলেন, ‘সংবিধানে লেখা আছে পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে? বাংলাদেশে, পৃথিবীর বুকে আমাকে অপমান করে কথা বলেছে। আমি তো তাদের দলেও না, বিএনপিকে নিয়ে কখনো কথাও বলিনি।’
Advertisement
প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।