ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জয়পুরহাট প্রতিনিধি,সোমবার, ০৭ আগস্ট ২০২৩ : জয়পুরহাটে চা বিক্রি করে সাড়া ফেলেছেন সুজিত চন্দ্র সরকার। তার দোকানে ১৫ ধরনের চা ও সাত ধরনের কফি বিক্রি হয়। তার চায়ের স্বাদ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় মানুষ।
Advertisement
স্থানীয়রা জানান, ২০ বছর আগে রেলস্টেশন সড়কে সুজিত টি স্টল অ্যান্ড কফি হাউজ দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। প্রথম দিকে ব্যবসায় তেমন সফলতা না আসলেও চা বিক্রি করে ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রতিদিন দেড় মণ দুধের চা বিক্রি করেন তিনি। তার দোকানে ২২ প্রকারের চা-কফি বিক্রি হয়। দোকানে তিনজন কর্মচারীও রেখেছেন তিনি।
সুজিত চন্দ্র সরকার জাগো নিউজকে জানান, দোকানে দুধ চা, লাল চা, মালাই চা, মেট চা, গ্রিন টি, লেমন টি, মশলা চা, ব্লেন্ডার চয়েস, স্লিম টি, তুলশী, মাল্টা, আমলকী, মরিংগাসহ ১৫ ধরনের চা। এছাড়া জিংসিং, কেপাসিন, ব্ল্যাকসহ সাত ধরনের কফি রয়েছে আমার দোকানে। ৬ টাকা থেকে শুরু করে ৩৫ টাকার চা রয়েছে আমার দোকানে। এছাড়া ১৫ টাকা থেকে ১০০ টাকা দামের কফি পাওয়া যায়।
Advertisement
নওগাঁ থেকে জয়পুরহাটে বোনের বাড়িতে বেড়াতে আসেন রাজু আহম্মেদ। তিনি জাগো নিউজকে বলেন, এ স্টলের চা খেতে অনেক সুস্বাদু। গত বছর একবার খেয়ে ভাল লেগেছিল তাই এবারও এসেছি।
]
চা খেতে আসা দেলোয়ার হোসেন নামের এক যুবক জানান, এখানে গাভীর দুধের চা পাওয়া যায়। আমরা অনেক বছর ধরে এখানে চা খাই। কোনো মেহমান আসলে তাকেও এখানে চা খেতে নিয়ে আসি।
এ বিষয়ে জয়পুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেলিমুর রহমান বাবুল জাগো নিউজকে বলেন, সুজিতের চা জয়পুরহাটের সেরা চা। বন্ধু-বান্ধবসহ আমরা সেখানে প্রতিদিন চা খেতে যাই। দোকানের পরিবেশ ভালো থাকায় দূর-দূরান্ত থেকেও লোকজন আসে তার দোকানে চা খেতে আসেন।
Advertisement