ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর মহানগরী প্রতিনিধি, শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ :গাজীপুর মহানগরীতে প্রায় দেড়শো কিলোমিটার সড়কের ওপর রয়েছে ঝুঁকিপূর্ণ বিদ্যুতিক খুঁটি।
শহর উন্নয়নে সড়ক প্রশস্ত হলেও এসব খুঁটি অপসারণ করা হচ্ছে না। ফলে যানবাহন চলাচল ও পথচারীরা রয়েছেন মারাত্মক ঝুঁকিতে। এসব বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণহানির ঘটনাও ঘটছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা বলছে, রাস্তা সংস্কারের সময় বৈদ্যুতিক খুঁটি সরানোর বাধ্যবাধকতা থাকলেও সিটি করপোরেশন আর বিদ্যুৎ বিভাগের সমন্বয়হীনতায় তা রাস্তার ওপরই রয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর মহানগরীর জয়দেবপুর, দেশিপাড়া, সালনা, কাউলতিয়া, হাতিয়াবো, ইটাহাটা, পোড়াবাড়ি, চত্বরবাজার, ধীরাশ্রমসহ একাধিক রাস্তার মাঝখানে রয়েছে বিদ্যুতের খুঁটি। গত প্রায় তিন/চার বছর ধরে খুঁটিগুলো না সরিয়েই প্রতিটি সড়ক প্রশস্তকরণ করা হয়। এখন খুঁটিগুলো দাঁড়িয়ে সড়কের প্রায় মাঝখানে, অনেক খুঁটি আবার হেলেও আছে। এছাড়া শহরের হাতিয়াবো এলাকায় বেশির ভাগ খুঁটির জরাজীর্ণ অবস্থা। ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন ব্যবসায়ীরা। পথচারীরাও চলাচল করছে বিপদ মাথায় নিয়ে।
দেশিপাড়া এলাকার অটোচালক কালাম মিয়া বলেন, আগে এই রাস্তা ছোট ছিল। এখন সরকার রাস্তা বড় করেছে। তবে বড় করলেও এর সুবিধা আমরা পাচ্ছি না। কারণ রাস্তায় বিদ্যুতের যে খুঁটি ছিল তা আগের জায়গায়ই রয়েছে। রাতের বেলায় মোড়ের মধ্যে এমন খুঁটি থাকায় ঘটে দুর্ঘটনা। তাছাড়া একসঙ্গে দুইটা গাড়ি যাওয়া যায় না।
মহানগরীর হাতিয়াবো এলাকার স্থানীয় বাসিন্দা ওসমান শেখ বলেন, ‘হাতিয়াবো থেকে পোড়াবাড়ি রাস্তায় রয়েছে একাধিক খুঁটি। আর মোড়ের মধ্যে এমন খুঁটি থাকায় হঠাৎ করে এলে খুঁটি দেখা যায় না। তাই এ রাস্তায় কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। গত মাসেও এ রাস্তায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুজন বন্ধু মৃত্যুবরণ করেন।
রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)
ঝুঁকিপূর্ণ এসব খুঁটি কেন সরানো হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো.আবুল বাশার আজাদ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রাস্তার খুঁটিগুলো সরানোর জন্য বরাদ্দের ব্যবস্থা করে দ্রুত সময়ের মধ্যে রাস্তা থেকে খুঁটিগুলো সরিয়ে নেয়া হবে।