ফুটপাতের হোটেলে মাশরাফি-তামিমরা

SHARE

1995তারকার খ্যাতি যেমন আছে, বিড়ম্বনাও আছে। ইচ্ছে করলেই সাধারণের সঙ্গে মিশে যাওয়ার সুযোগ হয় না। মাশরাফি, সাকিব তামিমরা বাংলাদেশে ১৬ কোটি মানুষের চোখের মনি। সিরিজ চললে ভক্তদের কাছ থেকে অনেক দূরে থাকতে হয় এই ক্রিকেটারদের। কিন্তু বৃহস্পতিবার সকালে সব ভুলে ঠিক আট-দশজনের একজন হয়ে গেলেন মাশরাফি-তাসকিনরা। বিলাসবহুল হোটেলের বুফে রেখে সকালের নাস্তা করলেন ফুটপাতের হোটেল।

আগের দিনের হারের ধাক্কা সামলে অন্যরকম সকাল শুরু করলেন টাইগার ক্রিকেটাররা। মাশরাফি তার দল নিয়ে চলে গেলেন খুলনার ছোট্ট সেই রেস্টুরেন্টে। এরপর ভক্তদের সঙ্গে আনন্দের সেই মুহূর্তের ছবিটাও ভাগাভাগি করে নিলেন তাসকিন আহমেদ।

এই পেসার তার ভেরিফাইড ফেসবুকে পেইজে ছবি দিয়ে। হ্যাশট্যাগসহ লিখলেন, ‘আর্লি মনিং ব্রেকফাস্ট আউটসাইড চিপা হোটেল।’ তার সঙ্গে দেখা গেল তামিম ইকবাল, নুরুল হাসান, মাশরাফিকে। সঙ্গে ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্রকেও দেখা গেল।