গুলশান-বনানীতে নির্বাচনের জন্য বিকাশ-রকেটের সেবা বন্ধ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১৭ জুলাই ২০২৩ : রাজধানীর গুলশান-বনানী, ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ে জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসন। এই শূন্য আসনে উপনির্বাচনে আজ ১৭ জুলাই (সোমবার) ভোটগ্রহনের জন্য বিকাশ, রকেটসহ সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর (এমএফএস), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Advertisement

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডর, পেমেন্ট সিস্টেম অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিকট পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১২ জুলাই প্রজ্ঞাপন অনুযায়ী এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের ১৩ জুলাই জারি করা সার্কুলারের অনুবৃত্তিক্রমে জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ১৭ জুলাই (সোমবার) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সকল এমএফএস, পিএসও এবং পিএসপি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Advertisement

জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় অবস্থিত এমএফএস, পিএসও এবং পিএসপি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় (যদি থাকে) এর অত্যাবশ্যকীয় বিভাগসমূহ সীমিত পরিসরে খোলা থাকবে।

এর আগে, গত ১৩ জুলাই এক নির্দেশনায় আলোচিত নির্বাচনী এলাকায় ১৭ জুলাই ব্যাংক বন্ধ থাকবে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement