ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বরিশাল প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ : বরিশাল ক্লাব লিমিটেডের অবৈধভাবে সভাপতি পদ দখল করার অভিযোগে সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর বিবাদী হলেন বরিশাল ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক।
Advertisement
বৃহস্পতিবার (১৩ জুলাই) ক্লাবের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য হন। তার সদস্য নং -৬৭৬। ক্লাবের গঠনতন্ত্রের ৩২ (খ) ধারা অনুযায়ী সভাপতি হতে হলে সদস্য পদে ১০ বছর থাকতে হবে। সেই হিসেবে সাদিক আব্দুল্লাহ ২০২৬ সালে সভাপতি পদে নির্বাচন করতে পারবেন। কিন্তু তিনি গঠনতন্ত্র লঙ্ঘন করে ২০১৯ সালের ৮ মার্চ বেআইনি ও অবৈধভাবে সভাপতির পদ দখল করেন।
Advertisement
তিনি সভাপতি হওয়ার পরে বরিশাল সিটি করর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) ক্লাবের ২টি রুমে থাকার ব্যবস্থা করেন। এছাড়া ক্যাফেটরিয়ায় খাবার খেয়ে বিল পরিশোধ করেননি। ফলে তার কাছে কোটি কোটি টাকা পাওনা রয়েছে। যার দায়ভার বাদীসহ ক্লাবের সদস্যদের বহন করতে হয় ।
এছাড়া প্রতি দুই বছর পর পর নির্বাচন হওয়ার নিয়ম থাকলেও ২০১৯ সালের পর থেকে কোন নির্বাচন হয়নি।
Advertisement
মামলায় অভিযোগ করা হয়, বাদী গত ৭ জুলাই সাদিক আব্দুল্লাহকে সভাপতির পদ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন কিন্তু তিনি অস্বীকৃতি জানানোয় এই মামলা দায়ের করা হয়েছে।
(সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ)