বিএনপি নেতা খোকনের গাড়ি বহরে হামলা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নরসিংদী প্রতিনিধি, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ : নরসিংদীতে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা এ হামলা চালান।

Advertisement

জানাযায়, ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেরুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা। এরই অংশ হিসেবে  ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের উপর হামলা, দলীয় কার্যালয়ে আগুন দেয়াসহ হামলার ঘটনা ঘটে। সর্বশেষ ২৫ মে ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করে। ওই সময় মিছিলে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। ওই সময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এই ঘটনায় খায়রুল কবির খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে নিহত ছাদেকুরের  ভাই আলতাফ হোসেন মামলা করেন। আজ বৃহস্পতিবার সেই ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনসহ অন্য আসামিদের আদালতে আত্মসমর্পণের দিন ধার্য করেন আদালত। আত্মসমর্পণে বাধা দিতে পদ বঞ্চিত ছাত্রদলের নেতারা লাঠি এবং কাফনের কাপড় জড়িয়ে শহরের প্রধান সড়ক ডিসি রোড অবরোধ করেন। এ সময় ছাত্রদল নেতাদের খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

Advertisement

আদালতে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তার গাড়ি বহরে হামলা চালান পদ বঞ্চিত নেতারা। বেলা ১২টার দিকে তারা ডিসি রোড ছেড়ে আদালত প্রাঙ্গণে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত খাইরুল কবির খোকন আদালতে আত্মসমর্পণ করেননি বলে জানা গেছে।

এদিকে সড়ক অবরোধের সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাইন উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, নিহত ছাত্রদল নেতা সাদেক হত্যা মামলার বাদী আলতাব মেম্বার, বহিষ্কৃত ছাত্রদল নেতা ফাহিম রাজ অভি প্রমুখ।

মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘যতদিন পর্যন্ত ছাত্রদল নেতা সাদেক ভাই ও আশরাফুল হত্যার বিচার না হবে, ততদিন আমরা খাইরুল কবির খোকনকে নরসিংদীতে ঢুকতে দেব না।’

Advertisement

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা খবর পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।