চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত এক যাত্রীকে একটি ড্রোন ও অস্ত্রসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা। দুবাই ফেরত ওই যাত্রীর নাম সোলায়মান।
অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পটিয়ার ওই যাত্রী দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তার কাছে অবৈধ পণ্য রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
বুধবার সকালে তার লাগেজ পরীক্ষা করে ২ দশমিক ৪ গিগাহার্টজের ক্যামরাযুক্ত একটি ড্রোন এবং ১ মিলিয়ন ভোল্টেজের ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতাসম্পন্ন একটি সিকিউরিটি স্টান গান পাওয়া যায়। আটক পণ্য দুটির দেশে আনার কোন আইনি অনুমতি না থাকায় এসব পণ্য জব্ধ করা হয়।