মাগুরার মহম্মদপুরে রুবাইয়া (৯) নামের এক শিশুকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৭ জুলাই) মামলা হলে পুলিশ অভিযুক্ত সীমা বেগমকে (২৪) গ্রেপ্তার করে।
Advertisement
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে মহম্মদপুর উপজেলা সদরের ধোয়াইল গ্রামের মধ্যে পাড়ায় ঘটনাটি ঘটে। আহত রুবাইয়া বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
অভিযুক্ত নারী একই গ্রামের ইমরুল হাসান শেখের স্ত্রী।
পুলিশ জানায়, অভিযুক্ত সীমা বেগম শিশু রুবাইয়ার সৎ ভাবি। সীমা বেগম প্রায়ই রুবাইয়াকে বাড়িতে নিয়ে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে। গতকাল রাতে সীমা তার পাঁচ মাস বয়সী ছেলে রাফিনকে রুবাইয়ার কাছে রাখতে দেয়। বাচ্চাটি খেলা করার সময় কেঁদে উঠলে সীমা বেগম ক্ষিপ্ত হয়ে এসে রুবাইয়াকে রান্না ঘরে নিয়ে গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেন। এসময় রুবাইয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁরা রুবাইয়াকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির শরীরের কয়েক জায়গায় পোড়া ক্ষত দেখা গেছে।
Advertisement
এদিকে, নির্যাতনের ঘটনায় রুবাইয়ার বাবা সিদ্দিক শেখ বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করেন। পরে পুলিশ সীমা বেগমকে গ্রেপ্তার করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন জানান, শিশুটির চিকিৎসা চলছে। শিশুটি আগের তুলনায় এখন বেশ ভালো।
Advertisement
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীত কুমার রায় বলেন, মামলা হয়েছে। আসামি সীমা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে মাগুরার জেল হাজতে পাঠানো হয়েছে।