ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শনিবার, ০১ জুলাই ২০২৩ : ঈদের ছুটি শেষ, রবিবার খুলছে সরকারি অফিস আদালত। তাই, ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে ফেরার পথে বাসে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
Advertisement
অন্যদিকে ট্রেন যাত্রীদের অভিযোগ, অনলাইন ও কাউন্টারে টিকিট নেই। কিন্তু বাড়তি টাকা দিলে মিলছে টিকেট। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
প্রিয় মানুষদের সাথে ঈদ উদযাপন করে এখন ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে শনিবার সকাল থেকে সারাদিনই ছিলো যাত্রীচাপ।
ছুটি শেষে সকালে থেকেই রাজধানীতে ফিরতে শুরু করে মানুষ। তবে ঢাকায় আসা মানুষের চাপ খুব একটা বেশি নয়। যাদের অফিস খুলছে, তারাই মূলত সকালে ঢাকায় ফিরছেন।
ফিরতি পথে থেমে থেমে বৃষ্টি কিছুটা বাধার সৃষ্টি করলেও যাত্রীরা বললেন ভোগান্তি নেই। তবে কোন কোন বাসে দ্বিগুণ ভাড়া নেয়ার অভিযোগ আছে।
ঢাকা ফেরা মানুষেরা বললেন, ঈদে যাওয়া-আসাই উভয় ক্ষেত্রেই বাড়তি ভাড়া আদায় করছে বাস মালিকরা। তারা বলছেন, এটি এখন নিয়মিত ঘটনায় পরিণত হলেও কর্তৃপক্ষ উদাস।
রাজধানীর অন্যতম প্রবেশদ্বার সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে যেসব বাস আসছে তাতে যাত্রী তেমন চাপ নেই। তবে সব বাসই যাত্রী পূর্ণ করে নিয়ে ফিরছে।
Advertisement
বরগুনা থেকে ফিরে আসা যাত্রী সাইফুল ইসলাম বলেন, কাল সকালেও ফিরতে পারতাম। কিন্তু অফিস খোলা সময়ে গাড়িতে প্রচুর ভিড় থাকতে পারে ভেবে আগেই চলে এসেছি।
দশমিনা থেকে আসা খলিলুর রহমান বলেন, পরিবার রেখে এসেছি বাড়িতে। পরের সপ্তাহে গিয়ে নিয়ে আসব। কাল অফিস খুলছে তাই আজই আসতে হচ্ছে।
এদিকে, সকালের দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো যাত্রীর চাপ ছিল কম। তবে দুপুরের পর থেকে সেই চিত্র পাল্টে যায়।
দুপুরের পর স্টেশনে প্রবেশ করা সব ট্রেনেই যাত্রী ছিল অনেক বেশি। তেমন সিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনে চেপে ঢাকাতে ফিরছে মানুষ। সময় মেনেই প্লাটফর্মে ঢুকেছে ট্রেন।
তবে, অভিযোগ আছে অনলাইন ও কাউন্টারে টিকিটের হাহাকার থাকলেও, বাড়তি ভাড়া গুনলে মিলছে অহরহ টিকিট। এ ধরনের ঘটনা বন্ধে কর্তৃপক্ষের আরও নজরদারি চান তারা।
ট্রেন থেকে কেন টিকিট মিলছে তার ব্যাখ্যা দেন কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আফসার উদ্দিন। তিনি বলেন, ফিরতি পথের টিকেট আগে থেকেই বিক্রি শেষ হয়ে গেছে।
দিনাজপুর থেকে ঢাকায় ফিরেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নাঈম সিদ্দিকী। তিনি বলেন, রোববার ব্যাংক খোলা। তাই আজকে ঢাকায় ফিরতে হয়েছে।
Advertisement
চট্টগ্রাম থেকে রাজধানীতে ফিরেছেন সরকারি একটি অফিসের চাকরিজীবী মাহমুদুল হাসান। তিনি বলেন, নির্ধারিত ছুটি শেষে সঠিক সময়ে অফিসে উপস্থিতি হতে হয়। তাই চলে আসা।
ঈদ উপলক্ষে এবার ৫৩ জোড়া ট্রেন চলাচল করছে। এর মধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর, ৩ জোড়া ঈদ স্পেশাল ও ১২ জোড়া মেইল ট্রেন।