পুতিনকে হত্যাচেষ্টা! (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি, শনিবার, ০১ জুলাই ২০২৩ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা করা হয়েছিল বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু দেশটির সিক্রেট সার্ভিস তা ভণ্ডুল করে দিয়েছে। তাকে নিরাপত্তা দিয়ে থাকে ফেডারেল প্রটেকশন সার্ভিস (এফএসও)। রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এই বাহিনী।

Advertisement

তারা বলেছে, পুতিন একটি সেতুর ওপর দিয়ে যাবেন। ঠিক সেই সেতুর নিচে নদীর তলদেশে বিস্ফোরক পোঁতা হয়েছিল। যখনই পুতিন ওই সেতুতে উঠবেন, তখনই এর বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যার পরিকল্পনা ছিল।  এ খবর দিয়েছে লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ। এতে একটি টেলিগ্রাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বলা হয়, অজ্ঞাত ওই সেতুর নিচে পানিতে বিস্ফোরক পুঁতে রাখার জন্য একটি বার্জকে সন্দেহ করা হচ্ছে। তবে কোন ব্রিজ তা রিপোর্টে উল্লেখ করা হয়নি।

 

Advertisement

তবে ধারণা করা হচ্ছে ক্রেমলিন থেকে মস্কোতে পুতিনের অফিসিয়াল বাসভবনে যাওয়ার পথে এই সেতু অবস্থিত। টেলিগ্রামের ওই পোস্ট অনুযায়ী, মোজকভা নদীর তলদেশে বিস্ফোরক রেখে পুতিনকে হত্যা চেষ্টা করা হয়েছিল কিনা তা তদন্ত করে দেখছে এফএসও। ফেডারেল সিকিউরিটি সার্ভিসের একজন দায়িত্বরত কর্মকর্তা সন্দেহজনক একটি বার্জকে দেখতে পান ওই ব্রিজের নিচে। ওই রিপোর্টে আরও বলা হয়, এ খবরে ঘটনাস্থলে পানিতে ডুবুরিদের দেখা গেছে।

Advertisement

ওই স্থান দিয়ে যেসব বার্জ চলাচল করেছে তাদের কাগজপত্রও পরীক্ষা করে দেখছে এফএসও। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এ অবস্থায় খবর ছড়িয়ে পড়ে যে, পুতিনকে হত্যা চেষ্টা করা হয়েছে।