ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,শুক্রবার, ৩০ জুন ২০২৩ : বিপুল সৌভাগ্য নিয়ে জন্ম নেয়া কন্যা শিশুটির নাম মেরিনা ড্রেউইট বারলো টুকার। শিশুটির জন্ম শনিবার (২৪ জুন) যুক্তরাজ্যের একটি হাসপাতালে। মাত্র দুই দিন বয়সে নবজাতকটিকে ১০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের একটি বাড়ি উপহার দেন তার নানা। বাংলাদেশি মুদ্রায় এই উপহারের মূল্য ১৩ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার টাকা।
Advertisement
ব্রিটিশ ধনকুবের এই ব্যক্তির নাম বেরি ড্রেউইট বারলো। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের বরাতে এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।
ম্যানচেস্টারে জন্ম নেয়া এই বিলিয়নেয়ার মঙ্গলবার (২৭ জুন) জানান, তার মেয়ে সেফরন শনিবার শিশুটির জন্ম দেয়। ছোট্ট রাজকন্যার নাম রাখা হয়েছে মেরিনা ড্রেউইট বারলো টুকার। ৩৬ সপ্তাহ ৩ দিন গর্ভে থাকার পর পৃথিবীতে আসে রাজকন্যা। শিশুটি জন্ম দেয়ার জন্য আমি সেফরন (আমার রাজকন্যা) ও তার স্বামী কনোর টুকারের কাছে কৃতজ্ঞ। তারা একটি অসাধারণ সুখী দম্পতি।
Advertisement
এ সময় তার মেয়ে ও নাতনির অনেকগুলো ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন ওই বিলিয়নেয়ার।
শুধু বাড়ি দেয়ার ঘোষণা দিয়েই থেমে যাননি এই নানা। সেই সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনার একটি দলকে ওই বাড়িটি পুরোপুরো সুসজ্জিত করার নির্দেশও দেন তিনি।
Advertisement
এরিই মধ্যে কন্যাশিশুটির মামা অ্যাসপেন তার ভাগ্নির জন্যে ৬ লাখ ৭৮ হাজার টাকা (৫০০০ পাউন্ড) মূল্যের একটি ট্রলি কিনেছেন।