আনসার-ভিডিপির প্রথম নারী এডিজি ফাতেমা সুলতানা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ফাতেমা সুলতানা।

Advertisement

সোমবার (২৬ জুন) বাহিনীর সদর দফতর অডিটোরিয়ামে তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।

Advertisement

 

অনুষ্ঠানে বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মো. নাজিম উদ্দিন এবং উপ-মহাপরিচালক (অপারেশনস্) এ কে এম জিয়াউল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। 
আনসার সদর দফতরের সহকারী পরিচালক (জনসংযোগ) জাহিদুল ইসলাম জানান, ফাতেমা সুলতানা গত ২২ জুন  উপ-মহাপরিচালক থেকে পদোন্নতি পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রথম নারী অতিরিক্ত মহাপরিচালক হন। 

Advertisement

 
এর আগে তিনি ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।