ঈদের বাজার ধরতে তৎপর গরু চোররা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার, ২৪ জুন ২০২৩ : কোরবানির ঈদ সামনে রেখে তৎপরতা বেড়েছে গরু চোরদের। সারাবছর দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি করলেও ঈদে রাজধানীতে ঢাকামুখী হচ্ছে চক্রগুলোর সদস্যরা।

Advertisement

রাজধানীর আশেপাশের এলাকায় গৃহস্থ ও খামারিদের গরু চুরি করে ঈদের বাজার ধরার চেষ্টা করছে তারা। গরু বোঝাই তিনটি ট্রাকসহ এমন এক চক্রের আট সদস্যকে গ্রেপ্তারের পর এই তথ্য মিলেছে।

বছরের পর বছর পরম যত্ন আর অনেক ব্যয়ে গরু পোষেন খামারি কিংবা গৃহস্থরা। স্বপ্ন ঈদুল আযহায় বিক্রি করে কিছুটা লাভের মুখ দেখার। কিন্তু সম্প্রতি রাজধানীর আশেপাশে বারবার সেই প্রিয় প্রাণী চুরি করে নিচ্ছে কিছু চক্র। ৭ থেকে ৮ মাস আগে ধামরাইয়ে ৬টি গরু, এপ্রিলে ভার্কুতায় চারটি গরু চুরি হয়। সর্বশেষ গত ১৬ জুন নবাবগঞ্জ বান্দুরায় মনুরদ্দিনের তিনটি গরু চুরি হলে মামলা করেন তিনি।

Advertisement

ভুক্তভোগী মনরুদ্দিন, গরু চুরির পর অনেক কেঁদেছি। পরে কোন উপায় না পেয়ে পুলিশের দারস্থ হই।

এভাবে ক্রমাগত রাজধানীর কাছেই এত গরুচুরির অভিযোগ আসায় তদন্তে নামে পুলিশ। খোঁজ মেলে এই গরু চোর চক্রের। সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তারের পর জানা যায় ঈদ উপলক্ষে তাদের কর্মকাণ্ড বাড়ছে রাজধানী ঘিরে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, এরা আন্তঃজেলা চোর চক্র। এক্ষেত্রে এরা শুধু যে এক এলাকায় সীমাবদ্ধ তা নয়। এদের বিরুদ্ধে মানিকগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় মামলা রয়েছে।

গরু চুরি করতে কখনো ট্রাক ভাড়া নেয়, কখনো আবার ট্রাকও ছিনতাই করে চক্রটি।

Advertisement

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলছেন, এদের সাথে বিভিন্ন কসাইয়ের সাথে আমরা যোগাযোগ পেয়েছি। তাছাড়া বিভিন্ন হাঁট কেন্দ্রিক এদের যোগাযোগ রয়েছে।

এ ধরণের আর কতগুলো চক্র আছে তা অবশ্য জানাতে পারেননি ঢাকা জেলার পুলিশ সুপার।