কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান গুরুতর আহত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),কিশোরগঞ্জ প্রতিনিধি,শনিবার, ২৪ জুন ২০২৩ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৩ জুন) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে সাটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারী জেলা পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম (ভিপি শফিক) জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সাটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকানে বসে এলাকার খোঁজখবর নিচ্ছিলেন।

এমন সময় হঠাৎ সাবেক এমপির অ্যাডভোকেট সোরহাব উদ্দিনের লোকজন ভিপি ফরিদ, তার ছোট ভাই টিপু ও হিমেলসহ বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যান জুয়েলকে কুপিয়েছে। এ স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। পরে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের অনুসারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ভিপি ফরিদ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি ব্যক্তিগত কাজে ভৈরবে গিয়েছিলেন। সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের বাসায় ফিরেছেন। আমার ছোট ভাই টিপুও শহরে রয়েছে। ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েলের সাথে একই প্যানেলে আমি পাকুন্দিয়া ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচন করে ভিপি নির্বাচিত হয়েছি আর জুয়েল জিএস নির্বাচন করে পরাজিত হয়েছিল। তার সাথে সম্পর্ক খুবই ভালো। এ হামলার সাথে আমরা কেউই জড়িত না।

Advertisement

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।