বিএনপি কি এবার সেন্টমার্টিন বেচে দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,বুধবার, ২১ জুন ২০২৩ :প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন তুলেছেন, ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসার পর বিএনপি এবার কি সেন্টমার্টিন বিক্রি করবে?

Advertisement

তিনি বলেন, বিএনপি ২০০১ সালে অন্য দেশের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। তারা এবার দেশ, নাকি সেন্টমার্টিন বিক্রি করবে? আমি কোনো কিছুর মুচলেকা দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। আমাদের ভূ-খণ্ড ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে সেটা হতে দেবে না।

বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দেশে সংবিধান ও নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষ উন্নতি চায়, নাকি সন্ত্রাস ও ভোটচুরির যুগে ফিরতে চায় সেই সিদ্ধান্ত তারাই নেবে।

Advertisement

তিনি বলেন. গণতান্ত্রিক ধারা অব্যহত আছে বলেই দেশ এগিয়েছে। কোভিডের পর মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো ইউক্রেন যুদ্ধ। অনেক দেশেই মুদ্রাস্ফীতি হয়েছে। আমাদের দেশেও তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কিছুলোক সব সময় পরিস্থিতির সুযোগ নেয় মন্তব্য করে সরকার প্রধান বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে। কিছু লোক ইচ্ছে করে মজুদ করে দাম বাড়ায়। যারা মজুদদারি, কালোবাজারি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানুষের যেটাতে কষ্ট হয় সেটা আমরা লুকাই না। আমরা কষ্ট লাঘবের চেষ্টা করছি।

Advertisement

অতিরিক্ত পণ্য সংরক্ষণের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে কাঁচা মরিচ কিনে শুকিয়ে রেখে দেন। বর্ষায় খাওয়া যাবে। নিজ নিজ জায়গা থেকে একটু উৎপাদন করলে সমস্যা থাকবে না।