সাংবাদিক হত্যাকারীদের ধরতে কাজ করছে র‌্যাব(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ১৬ জুন ২০২৩ :র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন. জামালপুরে সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের দায়ীদের ধরতে অভিযান পরিচালনা করছে র‌্যাব। ঘটনার পর থেকে সংস্থাটি ছায়া তদন্ত শুরু করেছে।

Advertisement

শুক্রবার (১৬ জুন) দুপুরে রাজধানীর  কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

Advertisement

তিনি বলেন, সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক। এই হত্যাকাণ্ডের ঘটনায় র‌্যাব  ছায়া তদন্ত করছে। র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১৪ এ বিষয়ে আসামিদের ধরতে কাজ শুরু করেছে। নির্মম এ হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে এ ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্য তৈরি হয়েছে। এরকম চাঞ্চল্যকর ও স্পর্শকাতর অপরাধ নিয়ে বেশি কাজ করে থাকে র‌্যাব।

Advertisement

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ জুন) বিকেলে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজ-২৪ ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। এ ঘটনায় জামালপুর, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে প্রকাশ করছেন সাংবাদিক সমাজ।