ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি, শুক্রবার, ১৬ জুন ২০২৩ :জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিম নিহতের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিকরা। এ ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি দেশের বিভিন্নস্থানে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করে নানান কর্মসূচি ঘোষণা করছে সাংবাদিকদের সংগঠনগুলো।
Advertisement
বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা জানান, প্রায় প্রতি জেলাতেই সাংবাদিকদের সংগঠনগুলো আলাদা আলাদা কর্মসূচি দেওয়ার পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একইসাথে তারা পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার দাবি করেছেন।
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া খুনের ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
Advertisement
নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে শিবচর প্রেসক্লাব।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মাগুরা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান। বিবৃতিতে নেতারা বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গোলাম রাব্বানী নাদিমকে রাতের অন্ধকারে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
রাব্বানী নাদিম হত্যার তীব্র নিন্দা এবং খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন রাঙামাটির সংবাদকর্মীরা।
হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।
Advertisement
নাদিম হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। একইসঙ্গে এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।
হত্যার ঘটনায় শিবচর প্রেসক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে শিবচর প্রেসক্লাব।