সাংবাদিক নাদিম হত্যা হামলাকারীদের একজন বলেন, ‘ওই তরা অন্ধকারে নিয়ে মার’(ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি, শুক্রবার, ১৬ জুন ২০২৩ :জামালপুরের বকশীগঞ্জে বুধবার (১৪ জুন) রাতে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। মোটরসাইকেল থেকে নামিয়ে মারতে মারতে তাকে সড়কের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে যাওয়া হয়, যে এলাকা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে।

Advertisement

মাত্র ৩২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে গোলাম রব্বানির ওপর হামলার সূত্রপাতের এ দৃশ্য দেখা যায়, হামলাকারীদের মধ্য থেকে একজন বলছিলেন, ‘ওই তরা অন্ধকারে নিয়ে মার’। এরপর তাকে সিসিটিভির আওতার বাইরে নিয়ে তাকে উপর্যুপরি মারধর করে সন্ত্রাসীরা। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফুটেজটি ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) রাত থেকে অনেকেই ফেসবুকে ফুটেজটি শেয়ার করছেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ১০টা ১৭ মিনিট। সাংবাদিক গোলাম রব্বানি মোটরসাইকেলে পাটহাটি মোড় পার হচ্ছিলেন। হঠাৎ একজন দৌড়ে চলন্ত মোটরসাইকেলটির পেছন দিক থেকে টেনে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। গোলাম রব্বানি পড়ে যাওয়ার পরপরই একদল সন্ত্রাসী তাকে টেনেহিঁচড়ে কিল-ঘুষি মারতে থাকে। পাঁচ থেকে ছয়জন মারধরে অংশ নিলেও আশপাশে আরও অনেক হামলাকারীকে ফুটেজে দেখা গেছে।

এদিকে সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

Advertisement

শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।

প্রসঙ্গত,  বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ছিলেন।

Advertisement

অভিযোগ উঠেছে, সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম লোকজন দিয়ে তাকে হত্যা করিয়েছেন। মাহমুদুল আলম সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।