পার্বত্য শান্তি চুক্তি যথাযথ, দ্রুত ওপূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে এবং সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি কমিশন গঠনের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, হেডম্যান নেটওয়ার্ক ও আদিবাসী ফোরামসহ তিনটি সংগঠন।
সোমবার সকালে বান্দরবানের প্রধান সড়কে সকাল ১০টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে পাহাড়ের তিন সংগঠন । মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী স্কুল-কলেজ ছাত্ররাও অংশ নেয়।
রোববার খাগড়াছড়ির দুদুকছড়ি থেকে শুরু করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম পর্যন্ত ৪শ কিলোমিটার সড়ক পথে মানববন্ধন পালনের ডাক দেয় আদিবাসী তিন সংগঠন।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য জেলায় পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে আদিবাসী নেতাদের অভিযোগ চুক্তির ১৮ বছরেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি সরকার ।