ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),সেন্টমার্টিন প্রতিনিধি,রোববার, ১৪ মে ২০২৩ : বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে সেন্টমার্টিন দ্বীপের বহু ঘরবাড়ি ও গাছপালাসহ বিভিন্ন স্থাপনা।
Advertisement
রোববার (১৪ মে) দুপুর ১টার দিকে ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে প্রচুর গাছপালা, বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়।
Advertisement
সেন্টমার্টিনে অবস্থানরত এক ব্যক্তির পাঠানো এক ভিডিও চিত্রে দেখা যায় প্রচণ্ড বেগে বাতার বইছে। এসময় দেখা যায় প্রচণ্ড বাতাসে গাছা ভেঙে পড়ছে সে সঙ্গে বাড়িঘরের চাল উড়ে যাচ্ছে। তখনই বাতাসে ভেসে আসে আজানের সুর।
Advertisement
এদিকে বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তর বলছে, সেন্টমার্টিনে দুপুর ১টার দিকে ১০০ কিলোমিটার বেগে, ২টার দিকে ১২১ কিলোমিটার বেগে, ২টা ২০ মিনিটের দিকে ১৫১ কিলোমিটার বেগে এবং ২টা ৩০ মিনিটে ১৪৭ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে।
Advertisement
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি আজ সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন ও ক্রমান্বয়ে দূর্বল হতে পারে।
Advertisement
এদিকে বেলা ১টা থেকেই ঘূর্ণিঝড় মোখার প্রভাব বাড়তে শুরু করে টেকনাফের উপকূলীয় অঞ্চলগুলোতে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ছে পুরা টেকনাফ উপজেলায়।