ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি অনন্ত-বর্ষা। গেল ঈদে মুক্তি পেয়েছে তাদের অভিনীত সিনেমা ‘কিল হিম’। সম্প্রতি হলে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বর্ষা। এ সময় গণমাধ্যমে সিনেমার নানান প্রসঙ্গে কথা বলেন তিনি।
Advertisement
বর্ষা বলেন, ‘কিল হিম’ সিনেমার আজকের শো পুরোটাই হাউসফুল ছিল। আসলে সিনেমা রিলিজের পরে ২/৩ সপ্তাহ থাকার পরেও সেটার জনপ্রিয়তা থাকে। এটা আমার জন্য নতুন কিছু না। কারণ, সেই ‘খোঁজ দ্যা সার্চ’ থেকে আজকের ‘কিল হিম’ প্রত্যেকটি সিনেমা আমাদের সুপার হিট। তাই এটা নতুন কিছু নয় যে, শুধু এটাই হিট হয়েছে।
Advertisement
অভিনেত্রী আরও বলেন, আমি শুধু সিনেমা না, যে কাজটাই করি না কেন, সেটাই আমার সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করেছি এবং এখনও করছি। আর আমার কাছে মনে হয়, সবার কাছে ভালো লেগেছে কারণ, এই প্রথম আমি অনন্তের বিপক্ষে কাজ করেছি। যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় ভিলেন হিসেবে জানি। সে কারণেই হয়তো মানুষের বেশি ভালো লেগেছে। তারা এনজয় করেছে।
Advertisement
হিন্দি সিনেমা নিয়ে বর্ষা বলেন, হিন্দি সিনেমা রিলিজের বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। কারণ অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে যে, বাংলাদেশে কেন হিন্দি সিনেমা রিলিজ হয় না। যেহেতু দেশের সিনেমা হলগুলো একদমই এখন নেই। বিশেষ করে গ্রামের হলগুলো। এখন তো শহরে সিনেপ্লেক্স হচ্ছে। কিন্তু গ্রামের হলগুলোতে হিন্দি সিনেমা রিলিজ হলে হলগুলোর পরিবেশ ভালো হবে। তখন আরাম করে ফ্যানের নিচে বসে সিনেমা দেখতে পারবেন তারা।
Advertisement
‘পাঠান’ প্রসঙ্গে তিনি বলেন, ‘পাঠান’ তো বাংলাদেশের কমবেশি সবাই বিভিন্ন মাধ্যমে দেখে ফেলেছেন আপনারা। যেহেতু এই প্রথম শাহরুখ-দীপিকার সিনেমা বাংলাদেশে আসবে। তাই আমি নিজেও বেশ এক্সাইটেড। যদিও আমি আমেরিকাতে ‘পাঠান’ দেখেছি। কিন্তু দেশে রিলিজ হলে আমিও হলে গিয়ে দেখবো।
Advertisement
অভিনেত্রী আরও বলেন, দেশ প্রেম সবার মধ্যেই আছে। তখন ‘কিল হিম’ দেখতে আরও বেশি মানুষ হলে আসবে। এ জন্য যে, এ দিকে শাহরুখ খানকে দেখলাম, ওইদিকে অনন্ত জলিলকে দেখে আসি। আমার মনে হয়, ঈদ আসলে যেমন সিনেমা হলে ধুম লেগে যায় সব সিনেমাগুলো দেখার জন্য। যখন ‘পাঠান’ দেখবে তখন, ‘কিল হিম’ সিনেমাও দেখবে।
বর্ষা বলেন, আমি শুনেছি যে হল মালিকরা চিন্তাভবনা করছেন যে, ১/২ টা হিন্দি সিনেমা দেশের হলে রিলিজ দিতে। ক্ষতিগ্রস্থও হলেও ওনারা এটা কন্টিনিউ করতে চায়। কারণ, আমাদের হলের বিজনেসটা যেন ভালো থাকে। এটা থেকেই বোঝা যাচ্ছে তারা তাদের হলকে ঠিক করতে চায়।
তিনি বলেন, আমরা মাত্রই দুবাই থেকে ঈদের ছুটি কাটিয়ে দেশে এসেছি। আর এসেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি আমার অফিস এবং নেত্রী সিনেমা নিয়ে। কারণ নেত্রী সিনেমায় আরও কিছু পরিবর্তন নিয়ে আসছি, দেশীয় প্রেক্ষাপটকে আরও কীভাবে এই সিনেমার মাধ্যমে তুলে ধরা যায়।
অভিনেত্রী আরও বলেন, আমি রিসেন্ট বলিউডের ইয়ামি গৌতমের একটি সিনেমা দেখেছি। একেবারেই অফবিট টাইপের মুভি করেছেন। আমি এ ধরনের কিংবা বিদ্যা বালানের ‘কাহানি’ এর মতো সিনেমায় কাজ করতে চাই।
বর্ষা বলেন, আমি এখন একেবারেই আগ্রহী না অনন্তের বাইরে কোনো হিরোর সঙ্গে সিনেমায় কাজ করতে। আমাদের সিনেমার বাইরেও একটা পরিচয় আছে, আমরা বিজনেস করি। আর চলচ্চিত্র আমার প্রফেশন না। তাই যেভাবে আগেও বলেছি আমি অন্য কারও সঙ্গে সিনেমায় করতে চাই না। আমি আমার দেওয়া সেই প্রতিশ্রুতিটা ধরে রাখতে চাই।