বিডিআরের নামে চাঁদাবাজি করা হয়: মেয়র আতিক (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : রাজধানীর গাবতলী বেড়িবাঁধ বিডিআর মার্কেট প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিডিআর মার্কেট উচ্ছেদ করা হবে। এখানে বিডিআরের নামে চাঁদাবাজি করা হয়।

Advertisement

বুধবার (১০ মে) দুপুরে গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ইকো পার্ক নির্মাণের লক্ষ্যে চলমান কার্যক্রম পরিদর্শন ও জলাধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ কথা বলেন।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। এই বিডিআর মার্কেটের সঙ্গে বিডিআরের কোনো সম্পৃক্ততা নেই। খুব শিগগিরই মার্কেটটি উচ্ছেদ করা হবে।’

Advertisement

এ সময় বেড়িবাঁধ এলাকায় দখল উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক ইকো পার্ক নির্মাণ হবে জানিয়ে মেয়র বলেন, ‘যত বাধাই আসুক জনগণের সুবিধার জন্য ইকো পার্ক নির্মাণ করা হবে।

মেয়র আতিক বলেন, ঢাকা ওয়াসা জমি অধিগ্রহণ করেছে ১৯৮৯ সালে। তখন অনেকে টাকা নিয়েছেন। উচ্ছেদ করেনি, ফলে এখানে ঘরবাড়ি এখনো রয়ে গেছে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। যারা অধিগ্রহণ টাকা নেয়নি তারা ডিসি অফিসে যোগাযোগ করেন।

Advertisement

 
তিনি আরও বলেন, ১৭২ একর জায়গাজুড়ে এ ইকো পার্ক নির্মাণ প্রকল্প নেয়া হয়। যার মধ্যে ৫২ একর জায়গা দখলমুক্ত ছিল না। ঢাকা উত্তর সিটি ইতোমধ্যে ৩০ একর জমি উদ্ধার করতে সক্ষম হয়েছে। যারা স্বেচ্ছায় সিটি করপোরেশনে এসে নিজের জমির দখল বুঝিয়ে দিচ্ছেন, তাদের সাধুবাদ জানাই। দেশের মানুষের জন্য, জনগণের জন্য এ ইকো পার্ক প্রয়োজন।
কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ইকো পার্ক নির্মাণের লক্ষ্যে চলমান কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র আতিক।